থাকি সদা আনমনা
-----------------------------
তারিখ ঃ- ২০/০৭/২২
হেনা কবীর মজুমদার ।
বুঝিনা কেন যে আমি থাকি দিবারাত্রি আনমনা ।
অন্তরটা নিরন্ত কুঁড়ে কুঁড়ে খায় অহেতুক ভাবনা ।।
কেউ ভাবে আমি আবার কিছুটা ভাবুক প্রকৃতির ।
কারো কাছে আমার কথা যেমন চাবুক আকৃতির ।।
আমি নিত্য থাকতে চাই আপনজনদের দোয়াতে ।
বাঁচতে চাইনা আমি প্রভুহীন বৃথা কারো ভরষাতে ।।
কারো আশাতে বাঁচা মানে ঘাড়ে ঝুলানো বিপদ ।
অযথা ডেকে আনতে চাইনা নিজের তরে আপদ ।।
আমি থাকতে চাই সুস্থ মস্তিষ্কের মানুষের মাঝেতে ।
হাত বাটানোর ইচ্ছা জগতের অপূর্ণ সব কাজেতে ।।
সারাজীবন দেবে কি আমায় তোরা লেখার প্রেরণা ।
আমার তরে পাবেনা কভু কোথাও মনেতে যাতনা ।।
ভাবনার সাগরে ডুবন্ত নিভু নিভু জীবনের বাতি ।
সর্বহারা করেছেন প্রভু তাই দুঃখটাই মোর সাথী ।।
কলম হাতে ছুটছি আমি পথভ্রষ্ট পথিকের তরে ।
সমাজকে বদলাতে বৃথা মাথার ঘাম পায়ে ঝরে ।।
যাদের কারণে অশান্ত হল দেশ মরছে মানুষ কত ।
এদের হাতেই ক্ষমতার ভার তাই পাচ্ছে আদর যত ।।
জিজ্ঞাসূচক প্রশ্নেতে সয়না যে আমার মনটা তর ।
কেননা নিজেকে বলতে পারিনা একটু সবর কর ।।
----------- সমাপ্ত -----------