বেয়ান্দাজি গরম



-------------------------

তারিখ ঃ- ১৬/০৭/২২

                                            হেনা কবীর মজুমদার । 


ইতা কিজাতরে বাবাই বেয়ান্দাজি গরম । 

জোয়ান বুড়ার রাখেরনা তো লজ্জা সরম ।। 


হাই ফেসার বাড়িয়া কত মানুষ যেন মরডা । 

অতার মাঝে মানসেও নানা বিকি করডা ।। 


ধনী মানসর ঘর দেখি এসি এ বাতাস দের । 

গরীবর ঘরো ফেন ইতা ঠেলাই ঠুলাই চলের ।। 


ইলা যদি আরো কয়দিন দেয়রে বাবাই রইদ । 

সময় লাখতোনা নিজেও অইযাইতে শহিদ ।। 


হুনছি মোটা মানসর ঠান্ডা বিলে লাগে বেশ । 

আর হিট্টা মানুস অইন গরমর জ্বালায় শেষ ।। 


এরমাঝে দেখি ফুটিল ঘামের বাচ্চা ঘামাছি । 

দোকান তাকি গিয়া ফাউডার লইয়া আনছি ।। 


রদির বায় চাওয়া যায়না জানো কিতা করে । 

বারেদি গাছর পাততা এখানও দেখিনা লড়ে ।। 


হিবায় খাইতে খাইতে ফিরিজর টাইয়া ফানি । 

খাউয়া অইয়া বাক্কা টেখার ওষুধ লইয়া আনি ।।


গোসল করার বাদেও তো বেজাত গরম লাগে । 

ইজাত গরম বাফ দাদায়ও পাইছন না আগে ।।

 

ইবারকুর বেতাইশা গরমে পরানটা যায় যায় । 

কারে গিয়া কিতাউবা কইতাম হায়রেএ হায় ।। 


                ------------ সমাপ্ত -----------