পরকালের ভেলা



--------------------------

তারিখ ঃ- ২১/০৭/২২

                                           হেনা কবীর মজুমদার । 


জীবনের শুরু থেকে শেষ অবধি , 

এমনই যায় যে সবার চলে । 

যত কিছুই পাইনা কেন তবুও না , 

পাওয়ার হিসেবটা না মিলে ।। 


জীবনে অনন্ত আশা ও উদ্দীপনার , 

পথটা কোথাও নেই যে শেষ । 

অতৃপ্ত জীবন নিয়ে পাড়ি জমাতে , 

হয় একদা না ফেরার দেশ ।। 


মানুষের কলি গুলো দেখি ফুটার , 

আগেই অকালে যায় ঝরে । 

কেউতো আবার সবকিছু পেয়েও , 

রাখতে পারেনা আঁকড়ে ধরে ।। 


জীবনে সকলেই খুঁজে বেড়ায় নিজ , 

নিজ অস্থিত্বের পরিত্রাণ । 

জগতে ক'জনই বা বাজি রাখতে , 

জানে সততার তরে প্রাণ ।।


যখনই খুলি স্মৃতির পাতা বেড়ে , 

উঠে বুকের অগুণতি ব্যথা । 

চোখে ঝরে অশ্রুবারি কেউতো , 

বুঝেনা মনের অব্যক্ত কথা ।। 


জীবনের চলমান পথে সইতে হয় , 

যে নানাবিধ কষ্ট হাজার । 

তবুও কলুর বলদের মতো টানতে , 

হয় ঘানি সংসারের বাজার ।। 


মৃত্যুর প্রতি ভয় নেই কারো সময় , 

কাটাচ্ছে তারা করে হেলা । 

কেউ কি একবার চিন্তা করেছো কি , 

নিয়ে চড়বি পরকালের ভেলা ।। 


             ---------- সমাপ্ত ----------