আমরা সবাই মানুষ
------------------------------
তারিখ ঃ- ১৯/০৭/২২
হেনা কবীর মজুমদার ।
নিজেকে রাখতে চাই সবার সাধনার সাজে ।
ছায়ার মতো থাকবো আমি সকলের মাঝে ।।
জগতে বাঁচতে চাইযে সদা করে মাথাটা উঁচু ।
কিন্তু ভয়ানক অতীতটা টানে আমায় পিছু ।।
আমি এক অজ্ঞানী জ্ঞান চর্চাতে থাকি মত্ত ।
আকাশের মতো খোলা রয়েছে মোর চিত্ত ।।
প্রিয়জনরা আমায় বাসে যে অনেক ভালো ।
চেষ্টা করি জীবনে তাদের জ্বালাতে আলো ।।
যারা অট্টালিকায় বসে ক্ষমতা বিস্তার করে ।
তারাই তো শ্রেণী বিভাগ করে মানুষের পরে ।।
সমাজে অসহায় হয়ে জন্মানোটা যেন পাপ ।
ধনবিত্তরা দিয়ে যায় বুঝি এদের নিরন্ত শাপ ।।
আমার আমিত্বটাকে কোথাও হতে দেবনা নত ।
জীবনে মোর বাঁধা বিপত্তি আসুকনা কেন যত ।।
একদা দেহটি হবে স্তব্ধ হাওয়াতে উড়বে প্রাণ ।
মধুময় স্বপ্ন ও আশা গুলোর রবে নাতো শ্বান ।।
মানুষের তরে উঁচু নিচুর না করি কভু হিসাব ।
আমরা সবাই মানুষ এটাই যেন রয় মনোভাব ।।
----------- সমাপ্ত ----------