স্বপ্নেতে প্রাসাদ গড়ি
তারিখ ঃ- ১০/০৮/২২
হেনা কবীর মজুমদার ।
আমায় মনে রাখবে কি তারা যাদের ---
সুখের সাথে হয়েছে সন্ধি ।
ভুলতে পারিনি কাউকে কেননা আমি ---
দুঃখের কারাগারে বন্দী ।।
একমুঠো দিনের পর আবারও ফিরে ---
আসে একরাশ স্বপ্নের রাত ।
আপনদের দেওয়া অগুণতি কষ্টেতে ---
হৃদয়টা হয়েছে মোর কাত ।।
কেউ জিজ্ঞাছিল আমায় জীবনে কি ---
তুমি কভু দেখো স্বপন ।
উত্তর বলি নিত্য স্বপ্নেদের আনাগোনা ---
চলে কোনটাই হয়নি পূরণ ।।
প্রতিরাতে ঘুমের ঘোরে গড়ে তুলি আমি ---
স্বপ্নের কত যে প্রাসাদ বাড়ি ।
রাত্রি পোহালে ভেঙে চুরমার হয় আমার ---
স্বপ্নে ভরা প্রসাদের হাড়ি ।।
ভাবনার রঙিন পোশাক পরে বেড়িয়েছি ---
কত পাহাড়ের শৃঙ্গ পথ ।
মূল্যহীন স্বপ্নেতে বিভোর হয়ে আমি ---
চড়ি নিত্য আবেগের রথ ।।
সাজানো জীবনটা দাঁড়িয়েছে আজ ---
উত্তপ্ত মরুভুমির বালুচরে ।
সিক্ত প্রাণের সুখ গুলো ভেসে গেল বাঁধ ---
ভাঙা নয়নের বৃষ্টিঝড়ে ।।
--------- সমাপ্ত ---------