কীট পতঙ্গের কথা
-----------------------------
তারিখ ঃ- ৩০/০৮/২২
হেনা কবীর মজুমদার ।
মশাদের চেঁচানিতে ভেঙে যায় সবার ঘুম ।
সন্ধ্যা থেকেই শুরু এদের আনাগোনার ধুম ।।
মশারা সদাই কানে এসে গান গেয়ে যায় ।
মানুষ ও পশুর রক্ত পানে মশারাই ধায় ।।
মশাদের কথা ভাল লাগেনা আর বলতে ।
এদের জ্বালায় বাধ্য হই মশারি টানাতে।।
মাছিরা নিত্য নোংরা জায়গাতেই জন্মায় ।
খাবারে বসলে পরে নানাবিধ রোগ ছড়ায় ।।
পিঁপড়েরা সদা একত্রে লাইন বেঁধে চলে ।
তারা একে অপরকে ঠকায়না তো ছলে ।।
ইঁদুরের উৎপাতে কিছুই রাখা যায়না ঘরে ।
বাধ্য হয়ে মানুষ এদের সেঁকোবিষে মারে ।।
টিকটিকি যেথাসেথা হাগু করে দেয় জ্বালা ।
এদের যন্ত্রণা আরতো লাগেনা যে ভালা ।।
ঘরের কোণাতে মাকড়সা নিত্য বাঁধে জাল ।
বুঝতে পারিনা এদের জাল বাঁধার তাল ।।
কীট পতঙ্গরাও গায় নাকি প্রভুর গুনগান ।
এদের ছাড়া জগৎটা থাকবে বুঝি শুনশান ।।
কীট পতঙ্গদের করতে দেখিনা কভু লড়াই ।
মানুষের মতো দেখায়না তারা দম্ভের বড়াই ।।
----------- সমাপ্ত -----------