""সাহাবাদ মাদ্রাসার ছাত্র""
"""""""""""""""""""""""""''"""''''"
সাহাবাদ মাদ্রাসায়
হাজারো আলিম
কত এলো নিয়ে গেলো
নবীর তালিম।
ছোট ছোট কচি শিশু
নবীন স্বাদের
দিবা নিশি ধর্মে কর্মে
শিখন তাদের।
ছোটো হতে দ্বীনি জ্ঞান
করে আহরণ
ধর্ম নিয়ে চলে তারা
ভাল আচরণ।
দিনে করে মাদ্রাসায়
দ্বীনের ফিকির
রাতে ঘরে ফিরে করে
খোদার জিকির।
সত্য তারা মেনে নিতে
নাহি কোনো ভয়
মিথ্যা কাছে পেলে তারা
দূরে টেলে রয়।
মিথ্যাবাদী মহা পাপী
জানে সব ছাত্র
তাই তারা দূরে ঠেলে
হয় প্রীতি পাত্র।
দ্বীনি আলো করে ভালো
আখের জীবন
এই ভূমে সত্য পথে
তাদের গমন।
ক্লান্ত যত শান্ত করে
দ্বীনের মায়ায়
সর্ব শান্তি রক্ষা হয়
ধর্মের ছায়ায়।
(আতাউর রাহমান বড়ভূইয়া)
তারিখ:-১৫/১১/২০১৮