বাস্তব হয়নি স্বপন
---------------------------
তারিখ ঃ- ০৫/০৮/২২
হেনা কবীর মজুমদার ।
স্বপ্ন বাস্তবায়নের সাধনাতে সয়না মনটা তর ।
স্বার্থপররা জীবন পথে আপনকে করে পর ।।
ভাবনার শৃংখলে নিজেকে সদা আবদ্ধ রাখি ।
জীবনে কোনো কাজই রাখতে চাইনা বাকি ।।
হৃদয়ের ব্যকুলতা আগলে রাখে যন্ত্রণা যত ।
নিত্য দিনই পদতলে পিষ্ট হয়ে মরে স্বপ্ন কত ।।
সবাইকে যায়না বলা গোপনীয় কিছু কথা ।
প্রকাশ্যে বুকটা মুচড়ে রাখে অগুনিত ব্যথা ।।
দূরন্ত ইচ্ছেরা সদা হাওয়াতে পাখা মেলে উড়ে ।
ইচ্ছেরাই মনটাকে স্বপ্ন দেখতে সাহায্য করে ।।
পিছিয়ে রবনা কোথাও দিতে আত্মার বলিদান ।
এপারে নয়তো ওপারে পাবো এর প্রতিদান ।।
জাতিভেদে মিলনের বীজ করেছিলাম রোপণ ।
সাগর মোহনা ভাসিয়ে নিল বাস্তব হয়নি স্বপন ।।
নিষ্ঠুর নিয়তির ফলে বদলাতে বাধ্য গতি পথ ।
নিশ্বাস স্তব্ধ হবে যেদিন চড়বো চার পায়ী রথ ।।
----------- সমাপ্ত -----------
মিছে আরাধনা
-----------------------
তারিখ ঃ- ০৪/০৮/২২
হেনা কবীর মজুমদার ।
মানুষের ভালো কাজে পারলে তুমি উৎসাহ দাও ।
নতুবা ভালোদের থেকে এক্ষুনি দূরে সরে যাও ।।
কারো ভাল কাজ না দেখে মন্দে করো তুলপাড় ।
নিজের ভেতর যত্নে রেখেছো হিংসার ঝুপঝাড় ।।
জগতে নিজের মূল্য বাড়াতে অন্যকে ভাবো হীন ।
তোমার বাহাদুরি হবে একদিন আঁধার কবরে লীন ।।
এ ভবেতে হবেনাতো কেউ তোমার দুর্দিনের সাথী ।
মন্দ লোকেরা সদাই ব্যস্ত নিভাতে অন্যের বাতি ।।
কিছু মানুষ এমনও আছে শুয়ে বসে দিন কাটায় ।
এমন নিষ্কর্মা মানুষদের কেউনা বন্ধু স্বজন বানায় ।।
স্বার্থন্বেষী মানুষেরা সদা মিথ্যার তপস্যা যায় করে ।
সমাজে বেপরোয়া চলে তারা সাধুর মুখোশ ধরে ।।
নিরন্ত অন্যায় ব্যভিচার করে জগতে হয়েছো বড়ো ।
ইমান নেই তোমার দৃঢ় মিছে কেন আরাধনা করো ।।
সদা ন্যায়ের পথে চলো ছুড়ে ফেলো ঘৃণ্য স্বভাব ।
সৃষ্টিকর্তা রাখবেনা তোমার কোনো কিছুতে অভাব ।।
----------- সমাপ্ত ----------
ভন্ডরা সাধু সাজে
--------------------------
তারিখঃ- ০৩/০৮/২২
হেনা কবীর মজুমদার ।
ভন্ডরা সাধু সেজে ধর্মজ্ঞান বিনোদন করে বেড়ায় ।
অবোধ মানুষেরা তেল দেয় নিত্য এদেরই চরকায় ।।
ভন্ডরা মানুষের ভাল কাজেতে পাকায় গন্ডগোল ।
শেষে অবুঝ মানুষেরা দেয় তাদের ভুলের মাশুল ।।
হৃদ মাজারে মোচড় দিলে ঘুমন্ত বিবেক জাগ্রত হয় ।
জীবনে ধর্ম মতে চললে পরে মনেতে রবেনা ভয় ।।
ভন্ডরা নিত্য মৌচাকেতে মেরে ঢিল দৌড়ে পালায় ।
অবশেষে ধরে নিলে এদের সমাজ থেকে তাড়ায় ।।
ভন্ডরা নিত্য যেথাহোথা রটিয়ে যায় যে মিথ্যাচার ।
এদের মিথ্যে প্ররোচনায় বিলুপ্ত প্রায় ন্যায়বিচার ।।
সকল জাতিতেই রয়েছে হায়না ডাকাত দালাল ।
দিনশেষে মুসলিম জাতিদের অবস্থা হয় বেহাল ।।
বুঝতে পারিনা বিধর্মীদের মনেতে কেন এত রোষ ।
সদা মনুষ্যত্বের কথা বলি এটাই কি আমার দোষ ।।
বুকটা করে নিত্য খা-খা মোর দেখে দেশের হাল ।
তারই মাঝে অবোঝরা নাচছে মিলিয়ে তালে তাল ।।
----------- সমাপ্ত -----------
কবিতা:-নৌকোখানি
কলমে:-ইয়াহইয়া আহমেদ মাঝারভূইয়া
তারিখ:-৩০/০৭/২০২২
সব সখীরে পার করিতে
নিয়ে গেলাম ঘাটে,
নদীর বুকে আলতো চাপে
নৌকোখানি হাঁটে।।
পাখির মতো উড়তে জানি
নেই তো আমার ডানা,
জীবন সুখে থাকতে রাজি
করছে পরাণ মানা।।
তবুও আমি চেয়ে ছিলাম
ভাসবো নদীর বুকে,
নৌকোখানি ডুবে গেলো
নদীর স্রোতের দুঃখে।।
যেই সখীরে প্রেম করিতে
চেয়ে ছিলাম আমি,
সেই সখী তো চলে গেলো
চিনলিনারে স্বামী।।
শতো শতো দুঃখের জীবন
পার করেছি যতো,
নদীর ঘাটে একলা বসে
উদ্যেগ করি ততো।।