Flower

জানে আর জারেরনা

-------------------------------

তারিখঃ- ২৪/০৭/২২

                                       হেনা কবীর মজুমদার । 


হুনছি বয়স অইগেলে বিলে মানসর হুসো ধরে । 

এলকু বয়সে নায় হরুতারও চুখো ভেজাল করে ।। 


মোবাইলো পড়ার নামে হরুতা অইযাইতরা বিনাশ । 

বেআখলি নেতা মন্ত্রী অতায় দেশর করডা সর্বনাশ।। 


আইজ কাইলকুর বাজারো মিছা অখনাইন দামী । 

যাইন যত ঠগাঠগি করতে পারইন তাইনউ নামী ।। 


হখলেউ মানিয়া নেইন ধনীর দলখা মাত অগুইন । 

গরীবর হাছা মাতো জ্বলইন যেমন তেলে বেগুইন ।। 


ঘরর বড় অইলে বুঝতায় সংসার চালাইন কিলা । 

হখলেউ আইয়া পাঞ্চাইতি করবা অলা নায় হলা ।। 


নানা-নানী নাই অইলে নানিবাড়ির মজাইতা নাই । 

চাচিমাই মইজি যতউ কও হখলর উপরে মর মাই ।।


সারোয়া আনাজ খাইতে খাইতে তনুত আছেনি বল । 

হিবায় ডাইবেসি বেমারির পরাণে মাঙে খালি ফল ।। 


খেওয়া পার অইগেলে কইন খেওয়ানি কার হালা । 

ইখান হুনিয়া জানে ছায়না কেওরর করতে ভালা ।। 


ইতা আরো কত বিজালা মাত রইছে পেটর বান্ধ । 

জানে আর জারেরনা যাইতামগি কিবা অউ চান্দ ।। 


                  ----------- সমাপ্ত ----------


Flower



">জানে আর জারেরনা

-------------------------------

তারিখঃ- ২৪/০৭/২২

                                        হেনা কবীর মজুমদার । 


হুনছি বয়স অইগেলে বিলে মানসর হুসো ধরে । 

এলকু বয়সে নায় হরুতারও চুখো ভেজাল করে ।। 


মোবাইলো পড়ার নামে হরুতা অইযাইতরা বিনাশ । 

বেআখলি নেতা মন্ত্রী অতায় দেশর করডা সর্বনাশ।। 


আইজ কাইলকুর বাজারো মিছা অখনাইন দামী । 

যাইন যত ঠগাঠগি করতে পারইন তাইনউ নামী ।। 


হখলেউ মানিয়া নেইন ধনীর দলখা মাত অগুইন । 

গরীবর হাছা মাতো জ্বলইন যেমন তেলে বেগুইন ।। 


ঘরর বড় অইলে বুঝতায় সংসার চালাইন কিলা । 

হখলেউ আইয়া পাঞ্চাইতি করবা অলা নায় হলা ।। 


নানা-নানী নাই অইলে নানিবাড়ির মজাইতা নাই । 

চাচিমাই মইজি যতউ কও হখলর উপরে মর মাই ।।


সারোয়া আনাজ খাইতে খাইতে তনুত আছেনি বল । 

হিবায় ডাইবেসি বেমারির পরাণে মাঙে খালি ফল ।। 


খেওয়া পার অইগেলে কইন খেওয়ানি কার হালা । 

ইখান হুনিয়া জানে ছায়না কেওরর করতে ভালা ।। 


ইতা আরো কত বিজালা মাত রইছে পেটর বান্ধ । 

জানে আর জারেরনা যাইতামগি কিবা অউ চান্দ ।। 


                  ----------- সমাপ্ত ----------




Flower


খোলো হৃদয়ের দোর


-------------------------------


তারিখ ঃ- ২২/০৭/২২

                                       হেনা কবীর মজুমদার । 


আঁধার রাত পেরিয়ে আসে নিত্য নূতন ভোর । 

প্রভুর ডাকে সাড়া দিয়ে খোলো হৃদয়ের দোর ।। 


ভোরের স্নিগ্ধ হিমেল বাতাস করছে আহ্বান । 

তুমি অবেলায় ঘুম থেকে উঠে করো জলপান ।। 


সুন্দর দেহখানির প্রতি নিত্য করছো কত যতন । 

ভিন্নজাতের ক্রিম ব্যবহার করো মনের মতন ।।

 

রূপের সৌন্দর্য্য হারালে কেউ করবেনা বরণ । 

একদা চলে আসবে যে তোমার আমার মরণ ।। 


ধনী হতে চলছো কুপথে মনেতে রাখনি সবর । 

অবশেষে সবকিছু ছেড়ে শুইবে আঁধার কবর ।।

 

স্রষ্টার সৃষ্টি রূপের আর কত পাল্টাবে যে ধরণ । 

নিজের আমল ও ইমানের ফলাও কিছু ফলন ।। 


ভোরেতে উঠে উজ্জ্বল রবির সোনালী আলো । 

পাখীদের কূজন ও প্রভাতের দৃশ্য লাগে ভালো ।। 


চারিদিকে মৃত্যুর মিছিল দেখে মনে জাগে ভয় । 

প্রকৃতির রূপ লাবণ্য তাই মনকে করেনা জয় ।। 


অহরহ নিরীহদের চেরা বুকের আর্তনাদ শুনি । 

পৃথিবীটা কবে শান্ত হবে অপেক্ষায় প্রহর গুণি ।। 


                  ---------- সমাপ্ত ---------


/>
Thofa Indian